ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। শেষ আটে ত্রিপুরা স্পোর্টস স্কুল। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে ঝাড়খন্ডের বিরুদ্ধে। ৯ অক্টোবর হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে। ‘বি’ গ্রুপে অপ্রতিরোধ্য থেকে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেন শুভেনজিৎ সিনহার ছেলেরা। গ্রুপের প্রথম ম্যাচে আই পি এস সি দলকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। দলের পক্ষে বিনোদ রিয়াং দুটি, জন জমাতিয়া এবং বীরু দেববর্মা একটি গোল করেছিলো। দ্বিতীয় ম্যাচে লাক্ষাদ্বীপ দলকে ২-০ গোলে পরাজিত করেছিলো। স্পোর্টস স্কুলের পক্ষে দুটি গোল করেছিলো কিশোর দেববর্মা। বুধবার গ্রুপের শেষ ম্যাচে মহারাষ্ট্রকে কার্যত বিধ্বস্ত করে ৪-০ গোলে জয় পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। দলের পক্ষে বিনোদ রিয়াং দুটি, জন জমাতিয়া এবং বীরু দেববর্মা একটি করে গোল করেছিলো। গ্রুপে তিনটি ম্যাচেই জয় পেয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। দলীয় ফুটবলারদের পারফরম্যান্সে খুশি কোচ শুভেনজিৎ সিনহা এবং ম্যানেজার রাজেশ রায় চৌধুরি। তবে কোয়ার্টার ফাইনালে ফুটবলারদের আরও ভালো খেলতে হবে মনে করেন কোচ। দিল্লি থেকে টেলিফোনে কোচ শুভেনজিৎ বলেন, “যোগ্য দল হিসাবেই আমরা শেষ আটে পৌঁছেছি। তবে ঝাড়খন্ড যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। সেমিফাইনালের টিকিট পেতে হলে আরও অনেক ভালো খেলতে হবে আমাদের এবং প্রতিপক্ষকে হারাতেই হবে।”
2022-10-06