ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। জাতীয় ক্রিকেটে লজ্জার ফলাফল ত্রিপুরার। কার্যত লড়াইয়ে পর্যুদস্ত হয়ে আত্মসমর্পন করলো বালিকা ক্রিকেটাররা। গ্রুপের প্রথম ৪ টি ম্যাচে লজ্জাজনক পরাজয়ের তেঁতো স্বাদ পেলেন অম্বেষা-রা। ৮ অক্টোবর ত্রিপুরা গ্রুপের শেষ ম্যাচ খেলবে রাজস্থানের বিরুদ্ধে। বড় কোনও এঘটন না ঘটলে ওই ম্যাচেও পরাজিত হয়ে খালি হাতে রাজ্যে ফিরে আসার প্রহর গুনছে অম্বেষা-রা। পুদুচেরীতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বালিকাদের জাতীয় ক্রিকেটে। গ্রুপে একমাত্র অরুনাচল প্রদেশের বিরুদ্ধে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বাকি ৩ দলের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পন করে ত্রিপুরা। নবাগত অরুনাচলের বিরুদ্ধে লড়াই করলেও হারতে হয়েছে ২ রানে। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলার কাছে অসহায় আত্মসমর্পন করেন অনামিকা-রা। পুদুচেরির স্লিমস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলা জয়লাভ করে ৯ উইকেটে। ত্রিপুরা প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মাত্র ২৩ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার রিফু দেববর্মা সর্বোচ্চ ৬ রান করেন। জবাবে খেলতে নেমে বাংলা ২১ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিকে আসরের তৃতীয় ম্যাচে শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধেও জঘন্যভাবে হারলো ত্রিপুরা। মুম্বাই জয়ী ৯০ রানে। সি এ পি মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাই টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭১ রান করে। দলের পক্ষে দলনায়িকা টুসি শাহ ৫৫ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮১ এবং সানিকা চালকে ৬৬ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৭১ রান করে। জবাবে খেলতে নেমে ত্রিপুরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮১ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৩১ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে অশ্মিতা নাথ ৪৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রানে অপরাজিত থেকে যান। আসরের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা হারলো দুর্বল অরুনাচল প্রদেশের বিরুদ্ধে, ২ রানের ব্যবধানে। রুচি মনোজের অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই মূলত পরাজিত হলো ত্রিপুরা। পুদুচিরীর স্লিমল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে অরুনাচল প্রথমে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান করে। একা রুচি মনোজই দলকে টেনে নিয়ে যায়। রুচি দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান। রুচি ৬৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দলনায়িকা অম্বিষা দাস ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং অশ্মিতা নাথ ১৭ বল খেলে ১৪ রান সংগ্রহ করে।
2022-10-06