কাল মায়ের গমন কার্নিভ্যালে মাতবে আগরতলা

আগরতলা, ৬ অক্টোবর (হি. স.) : মহা ধুমধামের সাথে মায়ের গমন কার্নিভ্যালের আয়োজন করেছে ত্রিপুরা সরকার। আগামীকাল রাজধানী আগরতলায় প্রায় পঞ্চাশের অধিক ক্লাব ওই কার্নিভ্যালে অংশ নেবে। আজ তার প্রস্তুতি খতিয়ে দেখেছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।   

প্রসঙ্গত, ত্রিপুরায় তথ্য, সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুক্রবার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে মায়ের গমন কার্নিভ্যাল। ওইদিন বিকাল ৫ টা থেকে শুরু হবে কার্নিভ্যাল। কার্নিভ্যালের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত থাকবেন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
বৃহস্পতিবার কার্নিভ্যাল মায়ের গমনের প্রস্তুতি খতিয়ে দেখতে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সিটি সেন্টারের সামনে কার্নিভ্যালের মূল মঞ্চ করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুজো উদ্যোক্তারা পোষ্ট অফিস চৌমুহনী হয়ে প্যারাডাইস চৌমুহনী হয়ে সিটি সেন্টারের সামনে দিয়ে কার্নিভ্যালে অংশ নেবে। এদিনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখার সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, সদরের এসডিপিও অজয় কুমার দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

পরিদর্শন শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মায়ের গমন ২০২২–কে স্মরণীয় করে রাখতে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনিক কর্তাদের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আগরতলা শহর ও শহরতলীর বিগ বাজেট, স্বল্প বাজেটের পুজো উদ্যোক্তাদের সুশৃঙ্খল ভাবে এই কার্নিভ্যালে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, কার্নিভ্যালের জন্য তিন বার প্রস্তুতি বৈঠক হয়েছে। শহরের সমস্ত ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বড় দায়িত্ব পালন করেছে ক্লাব ফোরাম।

তিনি বলেন, পঞ্চাশের উপর ক্লাব মায়ের গমনে অংশ নেবে। ক্লাব কর্তৃপক্ষ নিজেদের থিম নিয়ে এই রেলীতে অংশ নেবে। কার্নিভ্যাল উপলক্ষ্যে বহু মানুষের সমাগম ঘটবে। তাতে সিটি সেন্টারের সামনে সকলকে জায়গা দেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এই উদ্যোগ যাতে সুশৃঙ্খল ও সুন্দর ভাবে সম্পন্ন করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।