Accident:মেহনারবুঙ্গা খাদে গাড়ি উল্টে মৃত ৩, আহত ১

বাগেশ্বর, ৬ অক্টোবর (হি.স.) : উত্তরখণ্ডের সিটি পুলিশ লাইন মালাটার কাছে মেহনারবুঙ্গা বাইপাসে একটি অল্টো গাড়ি খাদে পড়ে যায়। অল্টো গাড়িতে চারজন ছিল, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং একজন আহত হয়।ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে।

গাড়ির চার আরোহী বাগেশ্বর থেকে রামলীলা দেখে বাড়ি ফেরার পথে মাল্টা রোডের কাছে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি প্রায় ২০০ মিটার নীচে মেহনারবুঙ্গা বাইপাসে একটি খাদে পড়ে যায়। গাড়িটি খাদে পড়ার খবর পেয়ে স্থানীয় লোকজনসহ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।