BRAKING NEWS

মেহবুবা নিজেকে গৃহবন্দি বলে দাবি, অস্বীকার পুলিশ প্রশাসনের

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি বুধবার দাবি করেছেন পুলিশ প্রশাসন তাঁকে নিজের বাড়িতে গৃহবন্দী করেছে।

তবে পুলিশ তাঁর দাবি অস্বীকার করেছে।

মেহবুবা বলেছেন, তিনি বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার পাত্তান যাচ্ছিলেন এক দলীয় কর্মীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।

মেহবুবা মুফতি একটি টুইটে লিখেছেন, “গত রাতে বারামুল্লার পুলিশ সুপার ভাত্রে আমাকে জানিয়েছিলেন যে পাত্তানে যেতে দেওয়া হবে না। আজ ওরা আমার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। দুঃখজনক যে আইন প্রয়োগকারী সংস্থা নির্লজ্জভাবে তাদের আটকেছে।”

প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্য একটি টুইটে বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঢোল পিটিয়ে কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন, আমি কেবল একজন কর্মীর বিয়েতে পাত্তান যাওয়ার জন্য গৃহবন্দী।” “যদি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৌলিক অধিকার এত সহজে স্থগিত করা যায়, তবে সাধারণ মানুষের দুর্দশার কথা কল্পনাও করা যায় না।”

জম্মু ও কাশ্মীর পুলিশ এই অভিযোগের বিষয়ে উত্তর দিয়ে সাফ জানিয়েছে, তাঁর চলাচলে কোনও বিধিনিষেধ নেই এবং তিনি ভ্রমণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *