বিলাসপুর, ৫ অক্টোবর (হি.স.) : দেশরক্ষার বীরদের জন্য হিমাচল প্রদেশ সমগ্র দেশে পরিচিত। বিলাসপুরের এইমস-এর পর সেই একই হিমাচল এখন জীবন রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। বুধবার এইমস-বিলাসপুরের উদ্বোধন করার পর বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী বলেছেন, বিগত ৮ বছরে ডাবল ইঞ্জিন সরকার হিমাচলের উন্নয়ন যাত্রাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। বর্তমানে হিমাচলে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আইআইটি, আইআইআইটি এবং আইআইএম-এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, মেডিকেল ডিভাইস পার্কের জন্য নির্বাচিত ৪টি রাজ্যের মধ্যে হিমাচল একটি। হিমাচল বীরদের ভূমি, এখানকার রুটি খেয়েছি, ঋণও শোধ করতে হবে।