উধমপুর, ৩ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি মিনিবাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ও কমপক্ষে ১৪ জন কমবেশি আহত হয়েছেন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার মানসার মোড়ে, মিনিবাসটি খোর গালির মৌনগরি থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। জে কে ১৪ সি-৫২৮৬ নম্বরের মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়।
রাস্তার ধারে গাছে ধাক্কা মারার কারণে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি মিনিবাসটি, অন্যথায় গভীর খাদে পড়ে যেত। আর তাতে প্রাণহানির সংখ্যাও বাড়তে পারত। দুর্ঘটনায় মৃত যাত্রীর নাম-জামাল দীন। আহত ১৪ হন হলেন-রোশনি, মামটু, নিলম কুমার, পালবী, রেখা দেবী, পূজা দেবী, রজনী দেবী, বরীন্দর কুমার, ঠাকুর দাস, কৌশল্যা দেবী, নরিন্দর সিং, রোহিত কুমার, শশী ঠাকুর এবং পুরুষোত্তম।