গুয়াহাটি, ৩ অক্টোবর (হি.স.) : চিরাচরিত প্রথা মেনে আজ সোমবার রাজ্যের প্রায় সব রামকৃষ্ণ মিশনে নিষ্ঠা সহকারে মহাঅষ্টমীর পুজো হল। অষ্টমীতে অন্যতম আকর্ষণ কুমারীপুজো। বাছাই করা কুমারীকে নিয়ে একঘণ্টা ধরে চলে এই পুজো। স্তোস্ত্রপাঠের মাধ্যমে পুজো করেন মিশনের মহারাজরা।
এদিন সকালে মিশনের কুমারীপুজো দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। এদিকে, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি রামকৃষ্ণ মিশনেও প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে কুমারীপুজো।
এছাড়া আজ বিকেলে নির্ঘণ্ট মেনে সর্বত্র অনুষ্ঠিত হয়েছে সন্ধিপুজোও।