বেঙ্গালুরু, ৩ অক্টোবর (হি.স.): ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে আর্থিক কন্ট্রিবিউশন সম্পর্কিত তদন্তের জন্য নতুন সমন জারি করেছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এই মামলায় সমন পাঠানো হয়েছে কর্ণাটক কংগ্রেসের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমারকে। শুধুমাত্র ডি কে শিবকুমার নন, তাঁর ভাই কংগ্রেস সাংসদ ডি কে সুরেশকেও সমন পাঠানো হয়েছে।
ডি কে শিবকুমার ও তাঁর ভাই ডি কে সুরেশকে আগামী ৭ অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে। ওই দিন রেকর্ড করা হতে পারে তাঁদের বয়ান। এ বিষয়ে শিবকুমার ও তাঁর ভাইয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, কর্ণাটকে এখন ভারত জোড়ো যাত্রা চলছে, এই সময়েই ডি কে শিবকুমারকে সমন পাঠানো হল।