BRAKING NEWS

Malda:মালদায় মাটির নীচ থেকে উদ্ধার জোড়া মূর্তি, পুজো দিতে ছুটছেন স্থানীয়রা

মালদা, ২ অক্টোবর (হি. স.): রাজ্যজুড়ে দেবীর আরাধনার মধ্যেই মালদায় মাটির নীচ থেকে উদ্ধার হল জোড়া মূর্তি ৷ আর সেই মূর্তি নিয়ে শুরু হয়েছে পূজার্চনা ৷ খবর পেয়ে সেই মূর্তি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ কর্তারা ৷ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের শ্রীরামপুর পঞ্চায়েতের বানপুর এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বানপুরের মুন্সি বেসরার পুকুর সংস্কারের সময় কোদালের কোপে বেরিয়ে আসে কালো শক্ত পাথর ৷ মাটি সরাতেই উদ্ধার হয় এক জোড়া মূর্তি ৷ এলাকাবাসীর দাবি মূর্তি দু’টি বিষ্ণু ও বজরংবলীর ৷ তড়িঘড়ি ওই মূর্তি দু’টিকে বাড়িতে নিয়ে গিয়ে পুজো শুরু করেন মুন্সিবাবু ৷ এলাকায় এই খবর চাউর হতেই দেবীপক্ষে মাটি থেকে উঠে আসা দুই মূর্তিকে পুজো দিতে মুন্সিবাবুর বাড়িতে ছোটেন গ্রামের সকলে ৷ খবর পৌঁছয় প্রশাসনের কানেও ৷

হবিবপুরের বিডিও সুপ্রতীক সাহা বলেন, “বানপুর এলাকায় মাটি কাটতে গিয়ে দু’টি মূর্তি উদ্ধার হয়েছে ৷ সেই মূর্তি দু’টি আপাতত একটি আদিবাসী পরিবারের হেফাজতে আছে ৷ সেই মূর্তি দু’টি উদ্ধারের চেষ্টা চলছে ৷ এলাকাবাসীর দাবি, মূর্তি দু’টি কষ্টি পাথরের ৷ তবে এনিয়ে বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন ৷ মূর্তি দু’টি কতদিনের পুরনো, তা যাচাই করার পরই সব জানা যাবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *