হাজারিবাগ, ২ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার কাটাকামসান্দিতে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু ও ২৯ জন যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাজারীবাগের শেখ ভিখারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার চৌপারান থানা এলাকার অধীনে হাতিয়া বাবা মন্দিরের কাছে একটি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পরে গ্যাস লিকেজের কারণে ২ নং জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে। যানবাহন বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হয়। এদিকে, সমস্ত যানবাহন চতরা-হাটারগঞ্জ হয়ে বিহারে পাঠানো হয়। কাটাকামসান্দির কাছে বিহারের গয়া থেকে ওড়িশাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিনজন মারা যায়। জখমদের উদ্ধার করে হাজারীবাগের ভিখারী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে আরও একজন মারা যান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।