কলকাতা, ২ অক্টোবর (হি.স.) : ‘এজেন্সি নয়, কেন্দ্রীয় সরকারের চাকরি চাই’। দুর্গাপুজোয় শাসকদলের মুখপাত্র জাগো বাংলার স্টলে উঠল এই স্লোগান । আর তাতেই আবার সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি।
রাজ্যজুড়ে এখন দাপট দেখাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি ইডি–সিবিআই। আর তার উপর ভর করে অক্সিজেন পেয়েছে বিজেপি। এমনকী এই কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টের ভিত্তিতে বহু মানুষ আজ বেকার। চাকরি হারিয়েছেন। আবার শাসকদলের নেতা–মন্ত্রীকে জেলে পোরা হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গাপুজোয় শাসকদলের মুখপাত্র জাগো বাংলার স্টলে স্লোগান উঠল— কেন্দ্রীয় এজেন্সি নয়, চাকরি চাই। আর তাতেই আবার সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি।
কিছুদিন আগে বিজেপির নবান্ন অভিযান হয়েছিল। ঠিক তার পরেই পথে নেমেছিল তৃণমূল কংগ্রেস। যেখানে স্লোগান ছিল—‘এজেন্সি নয়, কেন্দ্রীয় সরকারের চাকরি চাই’। এবার সেই একই স্লোগান সামনে রেখে পুজোয় স্টল দিল জাগো বাংলা। আর তা নিয়ে হইচই পড়ে গিয়েছে। কারণ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বারবার বিব্রত করছে সরকারকে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রাজ্যে চাকরি হলেও কেন্দ্রীয় সরকারে চাকরি হচ্ছে না কেন? এই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।