ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।। দিল্লি পৌঁছলো ত্রিপুরার স্পোর্টস স্কুলের ফুটবলাররা। শনিবার বিকেলে। রাতেই হয় ফুটবলারদের ডাক্তারি পরীক্ষা। তাতে স্পোর্টস স্কুলের প্রতিটি ফুটবলার উত্তীর্ণ হয়েছে। আজ আই পি এস সি দলের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য চূড়ান্ত প্রস্তুতি সেরে নেবেন বিপ্লব দেববর্মারা। সোমবার দুপুর দেড়টায় আম্বেদকর স্টেডিয়ামে হবে ম্যাচটি। দেশের রাজধানী দিল্লির অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা। ২ অক্টোবর থেকে। আসরে ত্রিপুরাকে ‘বি’ গ্রুপে রাখা হয়েছে। ওই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে আই পি এস সি, লক্ষ্যদ্বীপ এবং মহারাষ্ট্র। ৩ অক্টোবরের পর ৪ অক্টোবর দুপুর ২ টায় লক্ষ্যদ্বীপ এবং ৫ অক্টোবর দুপুর দেড়টায় মহারাষ্ট্রর বিরুদ্ধে খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুল। গ্রুপ থেকে একটি দল কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে। এদিন দিল্লি পৌঁছে স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ সিনহা বলেন,”দিল্লিতে পৌঁছতে সমস্যায় পড়তে হয়েছে দলকে। বিশেষ করে শুক্রবার সন্ধ্যায় ট্রেনে প্রচুর সংখ্যক যাত্রী ছিলো। ফলে ছেলেরা ঠিকভাবে খেতে এবং ঘুমোতে পারেনি। ওই সমস্যা ছাড়া ছেলেরা ভালো ভাবেই এসেছে। আশাকরি হতাশ করবে না। সাফল্য পেয়েই রাজ্যে ফিরবো আমরা”। এদিন বিশ্রাম দেওয়া হয় ফুটবলারদের। ত্রিপুরা স্পোর্টস স্কুল: বিরু দেববর্মা, হর্তনজয় রিয়াং (সহ অধিনায়ক), মনি কলই, রাজীব সিং, পহর দেববর্মা, বিমল রিয়াং, বিপ্লব দেববর্মা (অধিনায়ক), জন জমাতিয়া, মাজারুল হুসেন, নবকিশোর সিনহা, থাংসরাং রিয়াং, বিট্টু জমাতিয়া, ভজন বীল, শান্তু দেববর্মা এবং জেমস ডার্লং। কোচ: শুভেনজিৎ সিনহা, ম্যানেজার: রাজেশ রায় চৌধুরি।
2022-10-01

