৫জি-র সূচনায় দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে, এটিই ইন্টারনেটের ভবিষ্যত হবে : রাজীব চন্দ্রশেখর

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): ৫জি পরিষেবার সূচনায় দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে, এটিই হবে ইন্টারনেটের ভবিষ্যত। বললেন ইলেক্ট্রনিক ও আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। শনিবার ৫জি পরিষেবার সূচনার পর তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ৫জি প্রতিটি ব্যক্তির জীবনে পরিবর্তন আনবে, তা সে ছোট ব্যবসায়ী, কৃষক, ডাক্তার অথবা ছাত্রই হোক না কেন। এটি আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমকেও ব্যাপকভাবে প্রভাবিত করবে।

শনিবার দেশে ফাইভ-জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক ভাবে দেশের কয়েকটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা। আগামী দু’বছরের মধ্যে সারা দেশে ফাইভ-জি চালু হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। প্রথম ধাপে ভারতের বেশ কিছু শহরে ফাইভ-জি পরিষেবা মিলবে। তালিকায় রয়েছে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ অন্যান্য শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *