টেলিকম হল গেটওয়ে, ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম ভীত : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): পঞ্চম প্রজন্মে প্রবেশ করেছে ভারত। শনিবার দেশে ফাইভ-জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নতুন যুগের সূচনায় কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, টেলিকম হল গেটওয়ে, ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম ভীত। নতুন দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের ষষ্ঠ সংস্করণের উদ্বোধন ও ফাইভ-জি পরিষেবার সূচনা অনুষ্ঠানে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফাইভ-জি পরিষেবার সূচনা করেছেন। টেলিকমের ইতিহাসে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। টেলিকম হল গেটওয়ে, ডিজিটাল ইন্ডিয়ার ভীত। প্রতিটি ব্যক্তির কাছে ডিজিটাল পরিষেবা আনার মোড।”

প্রসঙ্গত, প্রাথমিক ভাবে দেশের কয়েকটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা। আগামী দু’বছরের মধ্যে সারা দেশে ফাইভ-জি চালু হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। প্রথম ধাপে ভারতের বেশ কিছু শহরে ফাইভ-জি পরিষেবা মিলবে। তালিকায় রয়েছে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ অন্যান্য শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *