গুরুগ্রামের মলে আগুন-আতঙ্ক; ধোঁয়ায় ঢাকল চারিদিক, হতাহতের খবর নেই

গুরুগ্রাম, ১ অক্টোবর (হি.স.): অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল গুরুগ্রামের গ্লোবাল ফোয়ার মলে। শনিবার সকালে গুরুগ্রামের গল্ফ কোর্স রোডের ধারে অবস্থিত এই মলে আগুন লাগে, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ততক্ষণে মলের চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। ভোর চারটে নাগাদ মলের প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগে।

ধোঁয়া বের হতে দেখা যায়, দমকল কর্মীরা ষষ্ঠ তলায় আটকে থাকা দুই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করেছেন। ধোঁয়া মলের ভিতরে অবস্থিত দুটি হাই-এন্ড গাড়ির শোরুমে ছড়িয়ে পড়লেও যানবাহনের কোনও ক্ষতি হয়নি। আগুনের তীব্রতায় মলের কয়েকটি জানালার কাঁচ গলে গিয়েছে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।