ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। শুক্রবার রাজ্যে এলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তাকে আগরতলা বিমান বন্দরে অভিনন্দন জানালেন রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধিরা। এরপর সেখান থেকে তিনি উমাকান্ত ময়দানে চলে এলেন। দেখলেন নতুন এস্ট্রো টার্ফ ফুটবল ময়দানের কাজ। মাঠের অবয়ব দেখে খুশি হলেন এ আই এফ এফের সভাপতি কল্যাণ চৌবে। সেখান থেকে তাকে টি সি এ অফিসে আমন্ত্রণ জানানো হয়। টি এফ এর প্রতিনিধিরা টি সি এ-র ডাকে সাড়া দিয়ে সভাপতিকে নিয়ে গেলেন রাজ্য ক্রিকেট সংস্থার অফিসে। টিসিএর তরফে সভাপতি তপন লোধ ,যুগ্ম সচিব কিশোর দাস সহ অন্যান্যরা অভিবাদন জানালেন এ আই এফ এফের সভাপতি কল্যাণ চৌবেকে। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে কল্যাণ চৌবেকে আতিথেয়তা প্রদর্শন করা হলো টি সি এ-র তরফে। সঙ্গে ছিলেন টি এফ এর ভারপ্রাপ্ত সভাপতি প্রণব সরকার সহ সচিব অমিত চৌধুরীরাও। টি সি এ-র আতিথেয়তায় খুবই খুশি হলেন এ আই এফ এফের সভাপতি কল্যাণ চৌবে।
2022-09-30