কংগ্রেস সভাপতি নির্বাচন: খাড়গে, ভেনুগোপালের সঙ্গে দেখা করলেন দিগ্বিজয় সিং

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার আগে শুক্রবার দলের নেতা দিগ্বিজয় সিং তার সহকর্মী মল্লিকার্জুন খাড়গে এবং কে সি ভেনুগোপালের সঙ্গে দেখা করলেন। তাৎক্ষণিকভাবে ওই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

প্রসঙ্গত, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দৌড় থেকে সরে যাওয়ার পর বৃহস্পতিবার দলের সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। আবার শেষ মুহূর্তে সভাপতি নির্বাচনের দৌড়ে নাটকীয়ভাবে প্রায় শেষ মুহূর্তে প্রবেশ করেছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অনুগামী মল্লিকার্জুন খাড়গে। ১০ জনপথের বাসিন্দা সোনিয়া ও রাহুল গান্ধীর প্রথম পছন্দের তালিকায় বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে জমে উঠতে চলছে কংগ্রেসের সভাপতি নির্বাচন।