Mamata Banerjee:সকলকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): সকলকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সবাইকে সুস্থভাবে দুর্গাপুজো কাটানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী লেখেন, ‘শিশির ভেজা নতুন ভোরে, মা আসছেন আলো করে। সকলকে জানাই মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা।’ মহালয়ার আগে থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন তিনি। গত ২২ সেপ্টেম্বর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘রৌদ্র–বৃষ্টির মধ্যে দিয়েই মায়ের স্নেহছায়া সকলের ওপর বর্ষিত করেন।’ আর আজ তাঁর এক লাইনের পোস্টে প্রকৃতি এবং উৎসব দু’য়ের মেলবন্ধন ঘটিয়েছেন।

এর আগে চতুর্থীর দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘উৎসবের উৎসারিত ধারায়, আনন্দলোকে, মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর। শুভ পুজো, শুভ শারদীয়া, শুভ নবরাত্রি। আপনাদের জন্য রইল, অনেক শুভকামনা। শান্তিতে, সুন্দরভাবে মাকে দর্শন করুন। আর আসুন, আমাদের গর্ব বাংলা। বিশ্ব বাংলা। বিশ্ব বাংলার যে স্বীকৃতি গড়ে উঠেছে, তা যেন মনে প্রাণে সম্মান দিয়ে আরও উচ্চ শিখরে নিয়ে যেতে পারি।’

উল্লেখ্য, উত্সবে যাঁদের সময় কাটে বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের মধ্যে এবার তাঁদের সঙ্গে প্রতিবারের মতোই দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমে সময় কাটালেন তিনি। আর এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার তো মা নেই। নবনীড়ে এলে মায়ের কথা মনে করি। আমি এখানে না এলে পুজো সম্পূর্ণ হয় না।’