ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। রাজ্য সিনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এডি নগর পুলিশ হকি গ্রাউন্ডে ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অজন্তা ব্যানার্জি মেমোরিয়াল ও ৩৩ তম সিনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। পুরুষ ও মহিলা উভয়-বিভাগে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামীকাল চূড়ান্ত পর্যায়ের খেলা শেষে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিযোগিতা শেষে বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। আজ এর আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে পশ্চিম জেলা সভাধিপতি শ্রীমতি অন্তরা দেব সরকার, ইকফাই ইউনিভার্সিটির উপাচার্য ডঃ বিপ্লব হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। পৌরহিত্য করেন সংস্থার সভাপতি সূর্যকান্ত পাল। সব কটি জেলার খেলোয়াররাই এতে অংশ নিচ্ছে। সকলের সহযোগিতায় চ্যাম্পিয়নশিপ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করে সংশ্লিষ্ট সকলকে সংস্থার সচিব লিটন পাল ধন্যবাদ জানিয়েছেন।
2022-09-29