কিশনগঞ্জ, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : বিহারের পূর্ণিয়া জেলার জানকি নগর থানা এলাকার চোপড়া বাজার থেকে ৪ লক্ষ ৯১ হাজার জাল নোট সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে জাল টাকা ছাপানোর দুটি প্রিন্টার ও অত্যাধুনিক ইকুইপমেন্ট পুলিশ বাজেয়াপ্ত করেছে।
পূর্ণিয়ার পুলিশ সুপার দয়া শংকর জানান, ধৃতরা ১০০ টাকার জাল নোট ছাপিয়ে গ্রামের বাজারে চালাত। এর জন্য এজেন্ট বহাল করা হয়েছিল। এদিন পুলিশ গোপন সূত্রে জানতে পারে দুষ্কৃতীরা দুটি বাইকে প্রচুর পরিমানে জাল টাকা নিয়ে জানকিনগর থেকে পূর্ণিয়ার দিকে আসছে। এরপর দুষ্কৃতীরা চোপড়া বাজারের কাছে পুলিশের জালে ধরা পড়ে।
পুলিশের জেরায় ধৃতরা জানান জানকিনগরে জাল টাকা ছাপার কারখানা বসানো হয়েছিল। সেই জায়গায় হানা দিয়ে পুলিশ প্রচুর জাল টাকা ছাপার দামি কাগজ ও মেশিন বাজেয়াপ্ত করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

