৫৭ বছরেও বেহালা ফ্রেন্ডস-এর দুর্গোৎসবে চমক, এবার ভাবনা ‘দুর্গাযাপন’

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি.স.): দেখতে দেখতে পুজো হাজির। একদিন পরেই মায়ের বোধন। দুর্গাপূজা মানেই সাবেকি বনাম থিমের লড়াই। থিমের তালিকায় বরাবরই এগিয়ে থাকে বেহালা ফ্রেন্ডস-এর দুর্গোৎসব। প্রতিবছরই থিমের চমকে চমকায় বেহালা ফ্রেন্ডস-এর দুর্গোৎসব। এই বছরও তার ব্যতিক্রম নয়। চলতি বছর ৫৭ বছরে পা দিল বেহালা ফ্রেন্ডস-এর দুর্গোৎসব। এ বছরের থিম ‘দুর্গাযাপন’।

প্রতিটি মানুষের জীবনে দুর্গা পুজোর আনন্দের ভাবনা চিন্তা আলাদা আলাদা, সেই আলাদা আলাদা চিন্তা ভাবনাকে সামনে রেখেই একেবারে সম্পূর্ণ এক ভিন্ন ধারায় সজ্জিত হয়েছে বেহালা ফ্রেন্ডস-এর দুর্গা পুজো। মাতৃ মণ্ডপ তৈরি করছেন শিল্পী তাপস দত্ত। বোধনের আগেই বেহালায় ইতিমধ্যেই ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে দর্শনার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *