Gandachara :বেতন ভাতার দাবীতে গন্ডাছড়ার সিডিপিওকে ঘেরাও করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর : অঙ্গনওনারী কর্মীদের  বেতন ভাতা ও অন্যান্য বকেয়া টাকা-পয়সা মিটিয়ে না দেওয়ায় ধোলাই জেলার গন্ডাছড়ায় সিডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন৷ আন্দোলনকারী অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান, পূজার মাস বেতনের এগ্রেসিয়া বোনাস এবং চার মাস ধরে বকায়া বিল মোবাইল রিচার্জ করে দিচ্ছেন না বলে আজ গন্ডাছড়া মহকুমার  সিডিপিও অফিস ঘেরাও করেন গন্ডাছড়া অঙ্গওয়াড়ী কর্মীরা৷ তাদের দাবি দূর্গাপূজার আর মাএ দুই তিন দিন বাকি৷ পাননি বেতন বোনাস এগ্রেসিয়া এবং বকেয়া চার মাসের বিল৷
এক দিকে ছেলে মেয়েরা পূজার কাপড়ের জন্য কাদছে,অন্যদিকে চার মাস ধরে মাহাজনের কাছ থেকে দেনা করে  চালিয়েছেন৷ তার দায়ে আজ  সিডিপিও অফিস ঘেরাও করেন৷ পূজার মাস  বড় উৎসব দূর্গাপূজা৷ এই সময় ধনী গরিব যে যার  সাধ্যমতে মত ছেলেমেয়েদের নতুন কাপড় দেন৷ কিন্তু দেখা যায় যে গন্ডাছড়া মহকুমার অঙ্গনাওয়াড়ী কর্মীদের এখনো পর্যন্ত বেতন বোনাস এগ্রেসিয়া এবং তাদের বকেয়া বিল চার মাস দেওয়া হয়নি এখনো৷ একদিকে ঘরে গেলে ছেলেমেয়েদের কান্না কাপড়ের জন্য, বাজারে আসলে ধার দেনা করে  সেন্টার চলিয়েছে৷ তার বকেয়া বিল চার মাস ধরে বাকি৷ চার মাস ধরে মোবাইলে রিচার্জ করা হচ্ছে না এই নিয়ে তারা বাধ্য হয়ে গন্ডাছড়া মহকুমার সিডিপিও অফিস ঘেরাও করেন৷ পরিশেষে বাধ্য হয়ে পিডিপিও গন্ডাছড়ার শুধু বেতন ধরিয়ে দিয়ে ঘেরাও মুক্ত হন বলে জানা যায়৷ অবিলম্বে বকেয়া অন্যান্য বিলের টাকা মিটিয়ে দেবার জন্য তারা সিডিপিওর কাছে দাবি জানিয়েছেন৷ অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *