ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। জিতলে চ্যাম্পিয়ন। তবে হারলে কিন্তু রানার্স খেতাব নিশ্চিত নয়। বিজিত দল রানার্স খেতাবের সম্ভাবনা ফিফটি-ফিফটি। অনেকটা এ ধরনেরই কঠিন সমীকরণের মাঝে দাঁড়িয়ে দু’দল। দাবিদার বিবেকানন্দ ক্লাব এবং ব্লাড মাউথ ক্লাব। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত তৃতীয় ডিভিশন সুপার লিগ ফুটবলের চূড়ান্ত দিনের খেলা আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। খেলা দুপুর একটায়, বিবেকানন্দ ক্লাব বনাম ভারত ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ। সুপার ফোর-এর সুপার লীগের চূড়ান্ত দিনের ম্যাচ হলেও কার্যত এটি ফাইনাল ম্যাচের রূপ নিয়েছে। চ্যাম্পিয়ন হতে গেলে বিবেকানন্দ ক্লাবের পক্ষে জয় ছাড়া বিকল্প কিছু নেই। তবে কোন কারনে ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হলে কিন্তু পাল্লা ভারী ব্লাড মাউথ ক্লাবের। তখন অবশ্যই অপেক্ষা করতে হবে দিনের পরবর্তী ম্যাচটির ফলাফলের দিকে। উল্লেখ্য, লীগ পর্যায়ের ম্যাচে বিবেকানন্দ ক্লাব এবং ব্লাড মাউথ ক্লাব কিন্তু একবার নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছিল। ১৬ সেপ্টেম্বরের ওই ম্যাচে বিবেকানন্দ ক্লাব ২-১ গোলের ব্যবধানে ব্লাড মাউথকে পরাজিত করেছিল। বিষয়টি ব্লাড মাউথ যেমন ভুলেনি, তেমনি বিবেকানন্দ ক্লাবেরও ঠিক মনে রয়েছে। ব্লাড মাউথের ইচ্ছে, সেই লীগ ম্যাচে পরাজয়ের মুখ্য জবাব দিয়ে সি-ডিভিশন লিগ ফুটবলে চ্যাম্পিয়ন খেতাবটি জিতে নিতে। অপরদিকে বিবেকানন্দ ক্লাবও মুখিয়ে রয়েছে, লীগ ম্যাচের মত সুপার লিগেও ব্লাড মাউথকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব ঘরে তোলার লক্ষ্যে।