ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। আগামীকাল বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। অনূর্ধ্ব-১৪ আসরে সুধন্ব্য দেববর্মা স্কুলের পর ছিটকে গেলো অনূর্ধ্ব-১৭ বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বালিকারা। এবার সবার নজর ত্রিপুরা স্পোর্টস স্কুলের বালকদের উপর। দিল্লিতে অনুষ্ঠিত সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতায়। ৩ অক্টোবর থেকে দেশের রাজধানীতে শুরু হবে আসর। তাতে অংশ নিতে আজ বিকেলের ট্রেণে রওয়ানা হবে রাজ্যের সেরা ওই স্কুলটি। আসরে ভালো ফলাফল করতে বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয় বিরু দেববর্মা-রা। বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠে এদিন দুবেলা হয় অনুশীলন। আসরে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে নেতৃত্ব দেবে বিপ্লব দেববর্মা। ডেপুটি হিসাবে থাকবে হর্তনজয় জমাতিয়া। এদিন বিকেলে প্রায় ৩ ঘন্টা অনুশীলন করানো হয় ফুটবলারদের। কোচ শুভেনজিৎ সিনহার তত্বাবধানে। ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ম্যাচের কাঙ্খিত পরিস্থিতি নিয়ে অনুশীলন করানো হয়। অনুশীলন শেষে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ সিনহা বলেন,”আমার দল যথেষ্ট ব্যালান্সড। আশাকরি হতশ করবে না। দেশের রাজধানীতে পৌঁছে ছেলেরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে সাফল্য পেয়েই রাজ্যে ফিরবো”। দলের সঙ্গে ম্যানেজার হিসাবে যাচ্ছেন প্রাক্তন ফুটবলার রাজেশ রায় চৌধুরি। ত্রিপুরা স্পোর্টস স্কুল: বিরু দেববর্মা, হর্তনজয় রিয়াং (সহ অধিনায়ক), মনি কলই, রাজীব সিং, পহর দেববর্মা, বিমল রিয়াং, বিপ্লব দেববর্মা (অধিনায়ক), জন জমাতিয়া, মাজারুল হুসেন, নবকিশোর সিনহা, থাংসরাং রিয়াং, বিট্টু জমাতিয়া, ভজন বীল, শান্তু দেববর্মা এবং জেমস ডার্লং। কোচ: শুভেনজিৎ সিনহা, ম্যানেজার: রাজেশ রায় চৌধুরি।