কৃতজ্ঞ জাতি সবসময়ই শহিদ ভগৎ সিং-র কাছে ঋণী থাকবে: জেপি নড্ডা

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : কৃতজ্ঞ জাতি সবসময়ই শহিদ ভগৎ সিং-র কাছে ঋণী থাকবে। বুধবার শহিদ ভগত সিংকে স্মরণ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা একথা বলেন।

এদিন নড্ডা টুইট করে বলেছেন, অমর শহিদ ভগৎ সিং জির প্রতি শ্রদ্ধা, যিনি ভারত মাতাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। কৃতজ্ঞ জাতি চিরকাল ঋণী থাকবে, আপনাদের ত্যাগ ও নিষ্ঠা আগামী প্রজন্মকে দেশ ও সমাজের জন্য সর্বস্ব দিতে অনুপ্রাণিত করবে।