BRAKING NEWS

ওড়িশার চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে কলকাতা থেকে গ্রেফতার ৪

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : ওড়িশার চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে কলকাতা থেকে গ্রেফতার চার। তার মধ্যে একজন প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার অফ কোম্পানিজ।

বুধবার সিবিআইয়ের জাতীয় মুখপাত্র আর কে গৌর জানিয়েছেন, ধৃত ওই সরকারি কর্তার নাম শুভকুমার বন্দ্যোপাধ্যা য়। বাকিরা হচ্ছেন উত্তম মুন্সি, লক্ষ্মণ শ্রীনিবাসন ও স্বপন দে, যাঁরা দু’টি চিট ফান্ড ও শেয়ার ট্রেডিং সংস্থার কর্মকর্তা। প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার নিজের ক্ষমতাবলে বেআইনিভাবে চলা চিটফান্ড সংস্থাকে মান্যেতা দেন বলে অভিযোগ। সেই সুবিধা পেয়ে ওই চিটফান্ড সংস্থাগুলি ওড়িশার আমানতকারীদের মোটা সুদে টাকা ফেরৎ দেওয়ার নাম করে ৫৬৫ কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। সংস্থার অফিস বন্ধ করে কর্মকর্তারা উধাও হয়ে যায়। ২০১৪ সালে ওড়িশার বালেশ্বরের বালিয়াপাল থানায় অভিযোগ দায়ের হয়। সিবিআই তদন্ত শুরু করে দু’দফায় ভুবনেশ্বরের আদালতে চার্জশিট দাখিল করে। তারই ভিত্তিতে মঙ্গলবার চার জায়গায় তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *