ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ-র

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা আরও তিন মাসের জন্য (অক্টোবর-ডিসেম্বর ২০২২) বাড়ানোর অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার রেশন কার্ডধারীদের প্রতি জনপ্রতি পাঁচ কেজি বিনামূল্যে খাদ্যশস্য প্রদানের প্রকল্পের তিন মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে।

কোভিডের সময় জনগণকে ত্রাণ দেওয়ার জন্য আনা এই প্রকল্পটি সপ্তমবারের মতো মেয়াদকাল বাড়ানো হয়েছে। এই পর্যায়ের সম্প্রসারণের জন্য ৪৪,৭৬২ কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে। এর মাধ্যমে ১২২ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হবে।