টিসিএ-র জেনারেল বডির সদস্য, হিসেবে নির্বাচিত অলক ঘোষ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আজীবন সদস্য অলক ঘোষ। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন আধিকারিক তথা আর.ও সুশীল চন্দ্র সাহা আজীবন সদস্য অলক ঘোষকে আগামী তিন বছর ২০২২-২৫ এর জন্য জেনারেল বডির  সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেছেন। এদিকে, আজীবন সদস্যদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় অলক ঘোষকে লাইফ মেম্বার্স ডায়াস-এর পক্ষ থেকে সম্পাদক মানিক দত্ত অভিনন্দন জানিয়েছেন।