কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : হাওড়ার সালকিয়ায় তুলোর গুদামে বিধ্বংসী আগুন। বুধবার গুদামে হঠাৎই আগুন দেখা যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এদিন দুপুরে দিকে সালকিয়া স্কুল রোডে একটি তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। গোডাউন হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিকটবর্তী অন্যান্য ব্যবসায়ীরাও আগুন পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। আশেপাশের কারখানায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হলেও কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। গঙ্গা থেকে জল সরবরাহ সংযোগ তৈরি করে আগুন নেভানোর কাজ লাগানো হয়। আশেপাশে অনেকগুলো তুলোর গোডাউন রয়েছে। সে কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন দমকল কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে তা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। জানা গিয়েছে, ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক। তবে হতাহতের কোনও খবর নেই।