ব্লাডমাউথ-২ (শিব শঙ্কর, লাল ভেঙ্গা)
সাই স্যাগ-০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। আগামী ২৯ সেপ্টেম্বর, খেতাবি দখলের লড়াইয়ে নামবে ব্লাডমাউথ ক্লাব এবং বিবেকানন্দ ক্লাব। ওই দিন দুপুর ১ টায় শুরু হবে ম্যাচটি। তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের সুপার লিগে। মঙ্গলবার সাই স্যাগকে পরাজিত করে বিবেকানন্দ ক্লাবকে ধরে ফেললো প্রণব সরকারের ব্লাডমাউথ ক্লাব। সুপারে দু ম্যাচ খেলে দুই ক্লাবেরই পয়েন্ট তিন। মরশুমে দুই দলের এটি দ্বিতীয় সাক্ষাৎকার হবে। প্রথম সাক্ষাৎকারে জয় পেয়েছিলো বিবেকানন্দ ক্লাব। এদিন ‘ডু অর ডাই’ ম্যাচে শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলেন ব্লাডমাউথের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ব্লাডমাউথ। প্রশ্নাতিত প্রাধান্য নিয়ে খেললেও প্রথমার্ধে বিপক্ষের রক্ষণভাগকে বোকা বানাতে পারেননি ব্লাডমাউথ ক্লাবের ফুটবলাররা। প্রথমার্ধে গোল শূণ্য থাকার পরই উত্তেজনার পারদ চড়তে থাকে। সাইস্যাগের হয়ে গলা ফাটাতে থাকেন বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। ম্যাচের বয়স তখন ৪৬ মিনিট। কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল পেয়ে যায় ব্লাডমাউথ। অত্যাধিক দক্ষতায় গোলটি করেন শিব শঙ্কর জমাতিয়া। সমতা ফেরানোর জন্য তখন মরিয়া হয়ে উঠেন সাই স্যাগের ফুটবলাররা। কিন্তু তঁাদের আক্রমণ বিপক্ষের রক্ষণভাগে তেমন দানা বাধাতে পারেনি। খেলা তখন শেষের পথে। কাউন্টার অ্যাটাকে গিয়ে ব্লাডমাউথের জয় নিশ্চিত করে দেন লাল ভেঙ্গা ডার্লং। শিব শঙ্কর জমাতিয়ার বাড়ানো বল থেকে। এরপর আর কিছু করার ছিলো না সাই স্যাগের। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পেয়ে ব্লাডমাউথ ধরে ফেললো বিবেকানন্দ ক্লাবকে। খেলা পরিচালনা করেন সত্যজিৎ দেবরায়।

