সুপ্রভাত দেবনাথ, কেরালা, ২৭ সেপ্টেম্বর।। তিরুবনন্তপুরম এখন ক্রিকেট জ্বরে আক্রান্ত। একদিকে চূড়ান্ত ট্রেনিং সেশন, অপরদিকে দু দলের মিট দ্য প্রেস। সবমিলে খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়া সাংবাদিকরাও যথেষ্ট ব্যতিব্যস্ত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল আগামীকাল টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে। খেলা হবে গ্রিনফিল্ড ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয়দের কাছে স্পোর্টস হাব স্টেডিয়াম নামে পরিচিত। বেলা সাড়ে বারোটায় দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ক্রীড়া সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন। বিকেল সাড়ে চারটায় রোহিত শর্মা কথা বলেছেন মিডিয়ার সাথে। এদিকে বড় খবর বিসিসিআই প্রেসিডেন্ট তথা ক্রিকেট আঙ্গিনার দাদা সৌরভ গাঙ্গুলী আগামীকাল আসছেন তিরুবনন্তপুরমে। একদিকে ম্যাচ দেখা, অপরদিকে এন্টি ড্রাগ ক্যাম্পেইনে অংশ নেওয়া। পাশাপাশি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও মিলিত হবেন সৌরভ গাঙ্গুলী। মাঠে নৈশকালীন ম্যাচ দেখার জন্য টিকিট নিঃশেষ। যথেষ্ট উন্মাদনা রয়েছে এই ম্যাচ কে ঘিরে ছোট্ট শহর তিরুবনন্তপুরমে।
2022-09-27