নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আসন্ন ডিফএক্সপো ২০২২-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন৷ ডিফএক্সপো ২০২২-এর প্রস্তুতির বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে মঙ্গলবার অবহিত করা হয়। তিনি ডিফএক্সপো ২০২২-কে সর্বকালের সেরা প্রতিরক্ষা প্রদর্শনী করতে আধিকারিকদের উৎসাহিত করার সময় প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট, প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডিফএক্সপো-এর ১২ তম সংস্করণ, আগামী মাসের ১৮ থেকে ২২ তারিখের মধ্যে গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হতে চলেছে৷ ইভেন্টের জন্য রেকর্ড পরিমানে রেজিস্ট্রেশন হয়েছে এবং সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ইভেন্টটি এখন পর্যন্ত সবচেয়ে বড়, মোট এক লক্ষ বর্গ মিটার এলাকায় পরিকল্পনা করা হচ্ছে।