Cricket:ভারতের মাটিতে নতুন বলে বোলারদের খেলা একটা বড় চ্যালেঞ্জ : বাভুমা

আগামীকা শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ

নয়াদিল্লি , ২৭ সেপ্টেম্বর (হি.স.) : আগামী বুধবার থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি২০ সিরিজ। এই সিরিজের আগেই ভারতের মাটিতে খেলতে ভয় পাচ্ছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি বলেন, ভারতের মাটিতে নতুন বলে বোলারদের খেলা একটা বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। তিনি বলেন, “ভারতের মাটিতে নতুন বলে বোলারদের খেলা একটা বড় চ্যালেঞ্জ। কারণ ওরা দুই দিকে বল সুইং করায়। দক্ষিণ আফ্রিকায় আমরা যে সুইংটা ভেবে খেলি তার থেকে বেশি সুইং করায় ওরা। তাই এটাই একটা বড় চ্যালেঞ্জ।” বাভুমা আরও বলেন, “প্রথমের দিকে উইকেট পড়ে গেলে সেই ধাক্কাটা সামলাতে হবে। প্রথমের দিকে উইকেট হারানো যাবে না ধীর গতিতে হলেও খেলে যেতে হবে। নতুন বলে ভুবি এবং বুমরাহ’কে খেলতে গেলে বরাবরই কঠিন পরীক্ষা দিতে হয়।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজ জিতেছে ভারত। এবার তাদের সামনে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে খেলবেন না ভুবনেশ্বর কুমার। বিশ্রামে পাঠানো হয়েছে তাঁকে। ভুবির বদলে রয়েছেন উমেশ যাদব, অর্শদীপ সিং, বুমরাহ, দীপক চহারের মতো পেসাররা। এই সিরিজ শেষ হলেই বিশ্বকাপের আসরে যাওয়ার প্রস্তুতি শুরু করে দেবেন রোহিত শর্মা-বিরাট কোহলি’রা। তাই বিশ্ব মঞ্চে নামার আগে শেষবারের মতো নিজেদের দলের খেলোয়াড়দের ব্যাটিং বোলিং ঝালিয়ে নিতে চাইবেন রোহিতও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *