নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): প্রবর্তনের পর এক বছর পূর্ণ হয়েছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের। এই প্রকল্পটি ভারতের ডিজিটাল স্বাস্থ্যসেবা ক্ষেত্রে আমূল পরিবতন এনেছে। এখনও পর্যন্ত ৩৪.৩৮ কোটিরও বেশি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট আইডি তৈরি করা হয়েছে, এক লক্ষ ৫৬ হাজারেরও বেশি স্বাস্থ্য সুবিধা রেজিস্ট্রেশন হয়েছে, ৯০ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবা পেশাদার রেজিস্ট্রার্ড হয়েছে এবং ১.৩৬ কোটিরও বেশি স্বাস্থ্য রেকর্ড সংযুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া মঙ্গলবার টুইট করে জানিয়েছেন, দেশের নাগরিকদের ডিজিটাল স্বাস্থ্য পরিষেবার সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বছর আগে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু করেছিলেন। তিনি লেখেন, প্রযুক্তির যুগে এখন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন স্বাস্থ্য ক্ষেত্রে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে আবির্ভূত হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন একটি স্বাস্থ্য মডেল তৈরি করছে যা সামগ্রিক, সহজলভ্য এবং সময় সাশ্রয়ী। তিনি জানান, এটি রোগী ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বাড়াচ্ছে। তিনি সবাইকে ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেমের অংশ হওয়ার আহ্বান জানান।