রাত ৮টার মধ্যে মানিক ভট্টাচার্যকে যেতে হবে সিবিআই দফতরে, গ্রেফতারের সম্ভাবনা

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি স)। টেট ‘দুর্নীতি’ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে মঙ্গলবারই হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, রাত ৮টার মধ্যে মানিকবাবুকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। তদন্তে অসহযোগিতা করলে তাঁকে নিজেদের হেফাজতেও নিতে পারবে সিবিআই।

মঙ্গলবারই টেটের খাতা (ওএমআর শিট) নষ্ট করার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই বিষয়ে মানিকবাবুকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছে মানিকবাবুর। তাঁকে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মানিকবাবু এবং তাঁর পরিবারের কাছে সম্পত্তি সংক্রান্ত হলফনামাও চেয়েছিল সিবিআই। তাঁকে অপসারণের নির্দেশ দিয়েছিল আদালত। যদিও সেই নির্দেশ এখন আর কার্যকর নয়। কারণ রাজ্য সরকার ইতিমধ্যে তাঁকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। সম্প্রতি আদালতে নিয়োগ দুর্নীতি নিয়ে চার্জশিট পেশ করেছে ইডি। সেই চার্জশিটের একাধিক পাতায় মানিকের নাম উল্লেখ রয়েছে। এই দুর্নীতিতে তাঁর ভূমিকা কী ছিল তাও বলা রয়েছে।