গুয়াহাটি, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : অসমে বিভিন্ন জেলায় এক যোগে অভিযান চালিয়ে ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-র আরও ২৫ জন নেতা-কৰ্মীকে আটক করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং রাজ্য পুলিশের পৃথক পৃথক দল।
আজ ভোররাত তিনটা থেকে গোয়ালপাড়া জেলার বিভিন্ন প্ৰান্ত যেমন লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, মাটিয়া, রংজুলি, ধূপধরায় অভিযান চালিয়ে মোট ১০ জন পিএফআই–এর নেতা–কর্মা ও সদস্যকে আটক করেছে অভিযানকারী দল৷ এছাড়া কামরূপ গ্রামীণ জেলা থেকে ৫, করিমগঞ্জ থেকে এক, ওদালগুড়ি থেকে এক, দরং থেকে এক, ধুবড়ির বিলাসীপাড়া মহকুমার নায়েরআলগা ও টিলাপাড়া থেকে তিন, বরপেটা থেকে দুই এবং বাকসা জেলার বিভিন্ন এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে।
এই খবর লেখা পর্যন্ত সকলের নাম জানা না-গেলেও বিলাসীপাড়ার নায়েরআলগা এবং টিলাপাড়া থেকে যে তিনজনকে আটক করা হয়েছে তাদের আব্দুল হামিদ, আব্দুস সালাম তালুকদার ও লুৎফুর রহমান (ফার্মাসি মালিক) বলে পরিচয় পাওয়া গেছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে গত ২২ সেপ্টেম্বর দেশের ১০টি রাজ্যের সঙ্গে অসমেও আচমকা এক সঙ্গে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং রাজ্য পুলিশের পৃথক পৃথক দল। এনআইএ-র এক দল অসমের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করিমগঞ্জ জেলার বদরপুরের এক সহ ১১ জন পিএফআই নেতাকে গ্রেফতার করেছিল।
অসম পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতিপূর্বে যে সব পিএফআই-এর নেতা-কর্মকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশের বিশেষ শাখা ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১২০-বি, ১২৪-এ এবং ৩৫৩ ধারায় অভিযুক্ত করা হয়েছে।