ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। এবার লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন লিটল মাস্টার সুনীল গাভাস্কার। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা খেলোয়ারদের পুরস্কৃত করা হবে। আগামীকাল বিকেল চারটায় কেরালার তিরুবনন্তপুরমে আয়োজিত এক অনুষ্ঠানে এসজেএফআই-এর পক্ষ নির্বাচিত বর্ষসেরা খেলোয়ারদের পুরস্কৃত করা হবে। এস জে এফ আই অনুমোদিত ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব থেকে ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সরযূ চক্রবর্তী সেখানে উপস্থিত থাকার কথা ছিল। অনিবার্য কারণে শ্রীচক্রবর্তী সেখানে যেতে পারছেন না। তবে তিনি অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। টিএসজেসি’র সচিব তথা ফেডারেশনের এক্সিকিউটিভ মেম্বার সুপ্রভাত দেবনাথ কেরালার তিরুবনন্তপুরমে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরার প্রতিনিধিত্ব করছেন।
2022-09-26