ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অন্নপূর্ণা দাস। ডেপুটি হিসাবে থাকবেন ঋজু সাহা। জাতীয় সিনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেটে। ১১ অক্টোবর থেকে ব্যাঙ্গালুরুতে শুরু হবে আসর। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। আসরে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ নাগাল্যান্ড। ১১ অক্টোবর হবে ম্যাচটি। এছাড়া ১২ অক্টোবর মেঘালয়, ১৪ অক্টোবর উত্তর প্রদেশ, ১৬ অক্টোবর মিজোরাম, ১৮ অক্টোবর হায়দরাবাদ, ২০ অক্টোবর ওড়িশা এবং ২২ অক্টোবর ত্রিপুরার শেষ প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। আসরে অংশ গ্রহণের জন্য সোমবার ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেন রাজ্য ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর কুমার দাস। নির্বাচিত ক্রিকেটারদের মঙ্গলবার দুপুর ১টায় এম বি বি স্টেডিয়ামে কোচ শ্রাবণী দেবনাথের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ২ অক্টোবর ত্রিপুরা দল ব্যাঙ্গালুরু যাবে। ওই রাজ্যেই আসর শুরুর আগে চূড়ান্ত প্রস্তুতি নেবে বলে টি সি এ সূত্রে খবর। ত্রিপুরা দল:অন্নপূর্ণা দাস (অধিনায়িকা), ঋজু সাহা (সহ অধিনায়িকা), মৌচৈতি দেবনাথ, ঝুমকি দেবনাথ, মামন রবি দাস, নিকিতা দেবনাথ, শিউলি চক্রবর্তী, পি ভি সোধা রাণী, পল্লবী ভরদ্বাজ, প্রীয়াঙ্কা আচার্য, সুরভি রায়, পূজা দাস, ইন্দ্ররাণী জমাতিয়া, অম্বিকা দেবনাথ, মৌটুসী দে, প্রীয়াঙ্কা সাহা এবং সেবিকা দাস। স্ট্র্যান্ডবাই:সুলক্ষ্মণা রায়, মেঘা রায়, প্রীয়া সূত্রধর, অন্তরা দাস এবং প্রীয়াঙ্কা দাস। কোচ: শ্রাবণী দেবনাথ, সহকারি কোচ: দেবব্রত চৌধুরি, ম্যানেজার: অনামিকা দেবনাথ, ট্রেণার মঞ্জুশ্রী ভগৎ এবং ফিজিও জুরি দত্ত।
2022-09-26

