কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি.স.): সকাল হতে না হতেই চড়া রোদ, বেলা বাড়তেই রোদের দাপট আরও বাড়ছে। আকাশ পরিষ্কার হয়ে তীব্র রোদের ঝলক, পুজোর মুখে মনোরম পরিবেশ তিলোত্তমায়। এ ভাবেই সোমবারের সকাল শুরু হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি সেভাবে হচ্ছে না, তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টি হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ এবং শরতের মেঘের দেখা মিলেছে তিলোত্তমায়। গত কয়েকদিনের মতো এদিনও আকাশ পরিষ্কার থাকায় খুশির আমেজ সকলের মধ্যে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।