Raiganj:যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালন রায়গঞ্জে

রায়গঞ্জ, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জে পালিত হল পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৩তম জন্মদিন । সোমবার পুরসভা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় দিনটি ।

সোমবার রায়গঞ্জ পুরসভার তরফে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। পরবর্তীতে এআইডিএসও-র তরফে বিদ্যাসাগরকে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের তরফে জেলা সম্পাদক শ্যামল দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, এদিন সকালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রাতঃ ভ্রমণকারীদের সংস্থা ভোরের আলোর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হস্টেল প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় বিদ্যাসারের জন্মদিন পালন করা হয়। এই উপলক্ষ্যে প্রবীর গুহের সম্পাদনায় ভোরের আলো সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক তাপস কুমার বসু, অধ্যাপক প্রহ্লাদ কুমার বিশ্বাস সহ অন্যান্য শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *