নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর : রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়া একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ জানা যায় রাজেশ দেবনাথ নামে এক ব্যক্তির বাড়ি থেকে অনুমানিক আটভরি পরিমাণ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোর৷ এ ব্যাপারে কলেজ টিলা পুলিশ ফাঁড়ির পুলিশকে ঘটনা জানানো হয়৷ পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন বাড়ির মালিক রাজেশ দেবনাথ৷ তিনি জানান পুলিশকে জানানো হলেও ঘটনাস্থলে আসতে পুলিশ গড়িমসি করেছে৷ উল্লেখ্য আড়ালিয়া ও বলদাখাল এলাকায় গত বেশ কিছুদিন ধরেই চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে চলেছে৷ পুলিশ পরিস্থিতি মোকাবেলা করতে রীতিমত ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ শেষ পর্যন্ত সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে রাত জেগে পাহারা দিয়ে নিজেদের ধন সম্পদ রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন৷ কিন্তু তাতেও রক্ষা মিলছে না৷ আগরতলা শহর ও শহরতলী এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে সংশয় ক্রমশ বাড়ছে৷ এভাবে চুরির ঘটনা বৃদ্ধি পেতে থাকলে শারদ উৎসবের আনন্দ উল্লাস ম্লান হয়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ কেননা চোরের আতঙ্কে মানুষজন বাড়ি থেকে পুজোয় বেরুতে সাহস পাবেন না৷ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সাধারণ মানুষের তরফ থেকে প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷
2022-09-26

