কুল্লুতে খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ পর্যটকের; আহত ১০, ৩ জনই আইআইটি-র পড়ুয়া

কুল্লু, ২৬ সেপ্টেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের কুল্লু জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল পর্যটক বোঝাই একটি টেম্পো ট্রাভেলার গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন পর্যটকের, এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন কুল্লুর জোনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও ৬ জন বাঞ্জারের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

রবিবার রাত ৮.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কুল্লু জেলার বাঞ্জার উপত্যকার ঘিয়াগি এলাকায় ৩০৫-নম্বর জাতীয় সড়কের ওপর। কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট ১৭ জন ছিলেন। নিহতদের মধ্যে ৩ জন আইআইটি বারাণসীর পড়ুয়া। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় ৫ জনের, হাসপাতালে প্রাণ হারান দু’জন।
কুল্লুর পুলিশ সুপার গুরদেব সিং জানিয়েছেন, রবিবার রাতে কুল্লু জেলার বাঞ্জার উপত্যকার ঘিয়াগি এলাকায় একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন পর্যটকের ও ১০ জন আহত হয়েছেন। অন্ধকারের মধ্যেও উদ্ধারকাজ চালিয়ে ১০ জনকে প্রাণে বাঁচানোর জন্য পুলিশ ও প্রশাসন ও স্থানীয় মানুষজনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক সুরেন্দর সৌরি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতরা হলেন-দিল্লির বাসিন্দা সৌরভ, প্রিয়াঙ্কা গুপ্তা ও কিরণ এবং উত্তর প্রদেশের বাসিন্দা ঋষভ রাজ, আংশিকা জৈন, আদিত্য এবং অনাময়। আহত হয়েছেন-হরিয়ানার বাসিন্দা রাহুল গোস্বামী, ক্ষিতিজা আগরওয়াল, প্রিয়পাল ও ইশান গুপ্তা। বাকি আহতরা হলেন-উত্তর প্রদেশের বাসিন্দা অজয় ​​চৌহান (চালক), অভিনব সিং, নিশথা বাদোনি, দিল্লির বাসিন্দা রুশভ এবং রাজস্থানের লক্ষ্য এবং মধ্যপ্রদেশের জয় আগরওয়াল।
ভয়াবহ এই দুর্ঘটনায় ৭ জন পর্যটকের মৃত্যু ও ১০ জনের আহত হওয়ার দুঃসংবাদ শুনে দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকব্যক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরও। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এই দুঃখের সময়ে মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও দুঃখপ্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *