ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া প্রেমী রূপক সাহা। সম্পাদকের ভূমিকায় মনোনীত হয়েছেন দিব্যেন্দু দত্ত। আজ, রবিবার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ বৈঠকে ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, কমিটি গঠন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভারতীয় যোগা ফেডারেশনের সেক্রেটারি জেনারেল মৃণাল কুমার চক্রবর্তী এবং নেহরু যুব কেন্দ্রের প্রতিনিধি নন্দন রায় প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে স্টেট যোগা অ্যাডহক কমিটি আয়োজিত সাধারণ সম্মেলনে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী, ক্রীড়া প্রেমী ড. ইন্দ্রনীল ভৌমিক, যোগা গুরু তথা ড. যীশু চক্রবর্তী, বরীষ্ঠ যোগা প্রশিক্ষক নিরঞ্জন ভট্টাচার্য, উত্তম দেবনাথ, রঞ্জন পাল প্রমূখ বক্তব্য রাখেন। প্রত্যেকেই যোগার সামগ্রিক উন্নতি কল্পে সম্মিলিতভাবে যোগার সাংগঠনিক রূপকে বলিষ্ঠ আকার দিতে চাইছে। ক্রীড়া দপ্তর আনীত ক্রীড়া নীতি অনুযায়ী রাজ্য সংস্থার রাজ্য কমিটির যথাযথ গঠনের আগ পর্যন্ত, আজ নবগঠিত কমিটি রাজ্য সংস্থার কার্যক্রম চালিয়ে যাবে বলে স্থির হয়েছে। কমিটিতে সহ-সভাপতি নিরঞ্জন ভট্টাচার্য, সহ-সম্পাদক অমল ভট্টাচার্য, অফিস সম্পাদক উত্তম দেবনাথ, কোষাধ্যক্ষ সুভাষ চক্রবর্তী প্রমুখও মনোনীত হয়েছেন। সম্মেলনে প্রতিটি জেলা থেকে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধিবর্গ এবং যোগা প্রেমী ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
2022-09-25