নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার বিজেপির মতাদর্শী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেছেন, “অন্ত্যোদয়” এর উপর তাঁর জোর দেওয়া এবং দরিদ্রদের সেবা করা তাদের অনুপ্রাণিত করে।
এদিন তিনি টুইট করে লিখেছেন, “আমি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জিকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। অন্ত্যোদয়ের উপর তাঁর জোর এবং দরিদ্রদের সেবা করা আমাদের অনুপ্রাণিত করে। তিনি একজন ব্যতিক্রমী চিন্তাবিদ এবং বুদ্ধিজীবী হিসাবেও স্মরণ করি।”
প্রসঙ্গত, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ১৯১৬ সালে মথুরায় জন্মগ্রহণ করেন। তিনি একজন আরএসএস কর্মকতা এবং জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তার “অখণ্ড মানবতাবাদ” এবং অন্ত্যোদয় দর্শনকে মোদী তার সরকারের কল্যাণমূলক পদক্ষেপের জন্য একটি নির্দেশক নীতি হিসাবে উল্লেখ করেছেন।