Cricket:প্রস্তুতি ম্যাচের সূচী পরিবর্তনে আন্তর্জাতিক ম্যাচ দেখলেন অম্বেষা-‌রা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। সূচীতে কিছুটা পরিবর্তন। রবিবারের পরিবর্তে সোমবার এবং মঙ্গলবার হবে দুটি প্রস্তুতি ম্যাচ। অনূর্ধ্ব-‌১৯ বালিকা ক্রিকেটের। সোমবার টেগুর মাঠে হবে ম্যাচটি। পূর্ব ঘোষিত সূচী অনুযায়ি রবিবার ম্যাচ হওয়ার কথা ছিলো। কিন্তু শেষ সময়ে দিনক্ষণ পরিবর্তন হওয়ায় এদিন সকালে অনুশীলন সেরে নেন অম্বেষা-‌রা। প্রায় ঘন্টা তিনেক। অনুশীলনে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপর বেশী জোড় দেওয়া হয় শুরুতে। এর পর ফিল্ডিং এবং শেষে নেটে ব্যাট-‌বলের লড়াই হয়। অনুশীলন শেষে ত্রিপুরা দলের ক্রিকেটাররা চলে যান চিন্নাস্বামী স্টেডিয়ামে, ভারত ‘‌এ’ এবং নিউজিল্যান্ড ‘‌এ’ দলের ম্যাচ দেখতে। বিরতির পর ক্রিকেটাররা হোটেলে চলে আসেন। পরে তামিলনাড়ু থেকে টেলিফোনে ত্রিপুরা দলের কোচ নারায়ন চন্দ্র দে বলেন,”এদিন ম্যাচ না থাকায় কিছুটা অনুশীলন করিয়ে মেয়েদের মনোবল বাড়াতে ভারত ‘‌এ’ এবং নিউজিল্যান্ড ‘‌এ’ দলের ম্যাচ দেখতে নিয়ে যাওয়া হয়। এতে প্রতিটি ক্রিকেটারই খুশি। আশা করি আজ ভালো খেলবে মেয়েরা”। প্রসঙ্গত:‌  ১-‌৮ অক্টোবর পন্ডিচেরীতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেট। ওই আসরে অংশ নেওয়ার আগে প্রস্তুতির জন্য ত্রিপুরার মেয়েরা এখন রয়েছে তামিলনাড়ুতে‌‌‌ ।