Panisagar:পানিসাগরে ফুটবল : সফিক উদ্দিনের দুর্দান্ত গোলে শেষআটে ভুমতাথসান্না

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। পানিসাগরে ফুটবল টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ে। আজ, শনিবার এই প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। কোয়ার্টার ফাইনালে উন্নীত আটটি দলকে নিয়ে এখন শেষ আটের লড়াই হবে। পানিসাগরে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের লাইন আপ তৈরি হয়েছে। তবে শেষ আটের এই লড়াই হবে পুজোর পর। টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাব পুজোর ব্যাপারে ব্যস্ত রয়েছে বলে সকলের ইচ্ছা অনুসারে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো পুজোর পরে আয়োজন করা হবে বলে স্থির হয়েছে। এদিকে, আজ, শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলায় ভুমতাথসান্না ক্লাব ন্যূনতম গোলে জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। হেরে বিদায় নিয়েছে কুকুপা ফুটবল ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় ড্র তে নিষ্পত্তি হলে দ্বিতীয়ার্ধের লড়াই যেন আরও তীব্রতা পায়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় ভুমতাথসান্না ক্লাবের সফিক উদ্দিন কর্নার কিককে কাজে লাগিয়ে হেড করে দুর্দান্ত গোলে দলকে ১-০তে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে আর কোনও গোল হয়নি। সফিক উদ্দিনের জয় সূচক গোলেই ভুমতাথসান্না ক্লাব জয়ী হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ।