Accident:হাবড়ায় পথ দুর্ঘটনায় আহত চার যুবক, আশঙ্কাজনক ৩

উত্তর ২৪ পরগনা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : উত্তর ২৪ পরগানার হাবরার গাউদবাং রোডের কাইপুকুর এলাকায় পথ দুর্ঘটনায় আহত চার যুবক। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।

আহতদের নাম শম্ভু রায়, প্রণয় কর, সোনাই ভৌমিক ও প্রীতম দে। সকলেই হাবড়া থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বাইকে করে চার যুবক মগরা থেকে হাবড়া ফিরছিলেন। সকাল ৬টার দিকে গাউদবাং রোডের কাইপুকুর এলাকায় একটি গাড়িকে সাইড দেওয়ার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর বাইকটি একটি বটগাছের সাথে ধাক্কা মারে। স্থানীয়দের সহয়তায় আহতদের হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লবাইকটি উদ্ধার করে। আহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত চারজনের কারোরই মাথায় হেলমেট ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *