সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর : সোনামুড়ার কাজী নজরুল মহাবিদ্যালয়ে প্রিন্সিপালের উপর ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধি দল সোনামুড়া এসডিপিও-এর নিকট এক চিঠি পেশ করে৷ যারা এই নিন্দনীয় ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক৷ এই দাবি নিয়ে চিঠি জমা দেওয়া হয়েছে৷ এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের ইনচার্জ নীল কমল সাহা, ছাত্র নেতা শিবম সাহা, জয় দাস, সোলাঙ্কি সেনগুপ্ত, যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মাশুক খান, সোনামুড়া সাংগঠনিক জেলা কনভেনর হাবিল মিয়া-সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷
এ প্রসঙ্গে ছাত্র পরিষদের ইনচার্জ নীল কমল সাহা বলেছেন, যে ঘটনা ঘটেছে, সেটা হয়তো সোনামুড়ার ইতিহাসে প্রথমবার ঘটেছে৷ যেখানে একজন গুরুকে তার শিষ্যরা এইভাবে মেরেছে৷ এবিভিপির ছাত্ররা যখন চাঁদা আদায়ের জন্য বলে, তখন প্রিন্সিপাল বাধা দেয়, তাই তাঁকে মারা হয়৷ তিনি আরো বলেন, আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি৷ কারণ এরকম পরিবেশ সোনামুড়াতে কখনো হয়নি৷ কিন্তু এই পরিবেশ সব জায়গায় শুরু হচ্ছে৷ মানুষের গায়ে হাত তোলা হচ্ছে৷ তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে৷ শিক্ষকদের উপর আক্রমণ চালানো হচ্ছে৷ গণতন্ত্র কোথায়? যাতে অতিসত্বর এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা সেই দাবি জানানো হয়েছে পুলিশ আধিকারিক এর কাছে৷