নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি. স.) : যুদ্ধ ক্ষেত্রের বাইরে রাশিয়ার বিরুদ্ধে সরব ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য রাষ্ট্রসংঘের প্রতিও আহ্বান জানিয়েছেন জেলেনস্কি । বুধবার রাষ্ট্রসংঘকে রাশিয়ার আগ্রাসনের জন্য শাস্তি দেওয়ার আহ্বান জানান। একটি বিশেষ ট্রাইব্যুনাল এবং ক্ষতিপূরণ তহবিল গঠনেরও আহ্বান জানিয়েছেন ।
টানা সাত মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনে ইউক্রেন অনেকটা বিপর্যস্ত হলেও পশ্চিমা অস্ত্র দিয়ে তারাও পাল্টা জবাব দিয়ে চলেছে। যুদ্ধ ক্ষেত্রের বাইরেও রাশিয়ার বিরুদ্ধে সরব ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। বুধবার পূর্ব-রেকর্ডকৃত এক ভিডিও ভাষণে ইউক্রেনের নেতা একটি বিশেষ যুদ্ধ ট্রাইব্যুনাল এবং রাশিয়ার যুদ্ধাপরাধ বিশদভাবে তদন্তের আহ্বান জানান জেলেনস্কি। এছাড়া ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা এবং বিশ্ব মঞ্চে রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য একটি শান্তি ‘ফর্মুলা’ নির্ধারণ করে দেন তিনি। তার এই ভাষণের পর অধিবেশনে উপস্থিত অনেকে দাঁড়িয়ে অভিবাদন জানান।
নিজের বক্তব্যের শুরুতে জেলেনস্কি ‘অবৈধ যুদ্ধ’ বাঁধিয়ে ‘বিপর্যয়কর অশান্তি’ সৃষ্টি করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন। নিজের এই ভাষণে ভ্লাদিমির পুতিনের ‘মাতৃভূমিকে রক্ষার জন্য’ রাশিয়ায় আংশিক সেনা সমাবেশের ঘোষণার কথা উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, এই পদক্ষেপটি আমাদের বলে, মস্কো শান্তি আলোচনার বিষয়ে আ্রহী নয়।
এছাড়া মস্কোর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করার জন্য জরুরিভিত্তিতে তথাকথিত ভোটের পরিকল্পনারও নিন্দা জানান জেলেনস্কি। ভিডিও ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে একটি অপরাধ সংঘটিত হয়েছে এবং আমরা ন্যায্য শাস্তি দাবি করছি।’
জেলেনস্কি বলেন, আগ্রাসনের অপরাধে রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা উচিত… রাশিয়াকে তার সম্পত্তিসহ এই যুদ্ধের জন্য অর্থ প্রদান করা উচিত। একইসঙ্গে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার কাছে থাকা ‘ভেটো ক্ষমতা প্রত্যাহার’ করার জন্যও রাষ্ট্রসংঘের প্রতি আহ্বান জানান তিনি।